মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:২১ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের মোল্লাহাটে বাস চাপায় বাসুদেব বাইন নামের এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার চাঁদেরহাট এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। নিহত ৫৫ বছর বয়েসী বাসুদেব উপজেলার টাকিয়ারকুল গ্রামের মৃত হরিহর বাইনের ছেলে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, এদিন বিকালে বাসুদেব বাস থেকে নেমে রাস্তা পারাপার হচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক বাস ও চালকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply