শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে সাবিনা ইয়াসমিন (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জয়িতা সাহা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এদিন সকাল ৯ টার দিকে উপজেলার নালুয়া দক্ষিণপাড়া গ্রামের বাড়ির সামনের খাল থেকে তাঁকে উদ্ধার করা হয়। মৃত সাবিনা ইয়াসমিন নালুয়া দক্ষিণপাড়া গ্রামের কৃষক আব্দুর রব শেখের স্ত্রী।তাঁদের এক মেয়ে দুই ছেলে রয়েছে।
মৃত সাবিনা ইয়াসমিনের স্বামী আব্দুর রব শেখর জানান,সকালে তাঁর স্ত্রী বাড়ির সামনে খাল পাড়ে কাপড় ধুতে যায়।এ সময় সে পানিতে পড়ে গেলে তাঁদের ছেলে রফিকুল ইসলামসহ গ্রামবাসিরা তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে জরুরী বিভাগের চিকিৎসক জয়িতা সাহা মৃত বলে ঘোষণা করেন।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান,খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply