মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:২৫ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে দূর্বৃত্তদের হামলায় শ্রমিকলীগ নেতাসহ ৫ জন গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় গুরুত্বর আহত শ্রমিলীগ নেতা মোঃ মজনু ফকিরসহ স্থানীয় এলাকাবাসি জানান, রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রæতার জেরে সকালে স্থানীয় বিএনপির নেতা হিসাবে পরিচিত লিটন পাইক, হাসান কাজী, মহসিন কাজীসহ অজ্ঞাত ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় নিয়ে শ্রমিলীগ নেতা মোঃ মজনু ফকির এর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।এসময় সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন রাব্বি ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে গুরুত্বর আহত করে সন্ত্রাসীরা।এসময় আহতদের ডাক চিৎকারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ছুটে আসলে উভায় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় যুবদল নেতা লিটন পাইক, হাসান কাজী ও মহসিন কাজী নামের একজন প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্থি করে।গুরুত্বর আহত লিটন পাইক জানান,এলাকার মজনু ফকিরের নেতৃত্বে ১৫/২০জনের একদল সন্ত্রাসী তাদের উপর দা,সড়কি,লাঠি নিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর রক্তাত্ত জখম করেছে।তিনি মজনুসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।পরিস্থিতি এখন শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply