মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে অপরাজিতা নেটওয়ার্কের কমিটির সভা গৃহহীনদের ঘর প্রদানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবাদ সম্মেলন বাগেরহাটে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের বাগেরহাট জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা বাগেরহাট অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস শুভ উদ্বোধন বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় দিন মজুর গুরুত্বর জখম র‌্যাবের গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুতে নতুনধারার উদ্বেগ ফকিরহাটের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন বাগেরহাটের রামপালে মৎস্য চাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাবার উপর অভিমান শিশুর আত্মহত্যা

বাবার উপর অভিমান শিশুর আত্মহত্যা

বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে সঙ্গীতা ঋষি নামের ১০ বছরের এক শিশু আত্মহত্যা করেছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলা সদরের রায়েন্দা বাজারের পূর্বমাথা এলাকার ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সঙ্গীতা ওই এলাকার স্বপন ঋষি ও নমিতা দম্পতির মেয়ে। সে স্থানীয় ভাসানী কিন্ডার গার্টেন স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
নিহতের মা নমিতার রানী বলেন, তার স্বামী স্বপন ঋষি উপজেলার রাজাপুর এলাকায় দুপুরে এক আত্মীয়ের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিলে মেয়েও বাবার সঙ্গে যাবে বলে বায়না ধরে। সেজন্য সে সেজেগুজে বসে ছিল। কিন্তু তাকে রেখেই ওর বাবা অনুষ্ঠানে চলে যান। এ কারণে ওর মনে যে ক্ষোভ তৈরী হয়েছে তা আমি বুঝতে পারেননি। কিছুক্ষণ পর পড়ার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলতে মেয়েকে। পরে স্থানীয় এলাকাবাসির সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত বলে জানায়।
শরণখোলা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক ডা. আশফাক হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তারপরও পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, গলায় ফাঁস দিয়ে শিশু মৃত্যুর বিষয়টি খোঁজখবর নিয়ে আইনহত ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers