মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের মোরেলগঞ্জে ২ কেজি ৫‘শ গ্রাম গাজাসহ মোঃ সিরাজ মোল্লা (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।সোমবার (২৮ নভেম্বর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার পূর্ব সরালিয়া এলাকার টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হতে থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে থাকা ২ কেজি ৫‘শ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতকে মোরেলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
আটক মোঃ সিরাজ মোল্লা বরিশাল জেলার মুলাদী উপজেলার তয়কা গ্রামের আজগর মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোরেলগঞ্জ শহরের ভাড়া থাকতেন। বাগেরহাট জেলা পুলিশ মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি ৫‘শ গ্রাম গাজাসহ মোঃ সিরাজ মোল্লাকে আটক করা হয়।মামলা দায়ের পূর্বক তাকে মোরেলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply