মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১৪ হাজার ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ২৪৩ জন পরিক্ষার্থী পাস করেছে।শতাংশের হিসেবে এই জেলায় ৯৪ দশমিক ১১ শতাংশ পরিক্ষার্থী পাস করেছে।এ প্লাস পেয়েছে ১ হাজার ৯৪০ জন।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভকেশনাল)-এ ১ হাজার ৬৫৮ জনের মধ্যে ১ হাজার ৩৩৯ জন পাস করেছে। শতাংশের হিসেবে ভকেশনালে ৮০ দশমিক ৭৬ শতাংশ পরিক্ষার্থী পাস করেছে। এ প্লাস পেয়েছে ৯০ জন।
অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ৩ হাজার ৭৩৯ জন পরিক্ষার্থীর মধ্যে ৩ হাজার ১১৬ জন পরিক্ষার্থী পাস করেছে।শতাংশের হিসেবে দাখিলে ৮৩ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।এ প্লাস পেয়েছে ১৮০ জন।
বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন,এবার অপেক্ষাকৃত বাগেরহাটের শিক্ষার্থীদের ফলাফল ভাল।এসএসসিতে ৯৪, ভকেশনালে প্রায় ৮১ এবং দাখিলে ৮৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
Leave a Reply