মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন
চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটি বাজারের সোনাডাঙ্গা এলাকার একটি বাড়ীতে দুর্ধষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা গৃহকর্তার অনউপস্থিতিতে ঘরের দরজার তালা ভেঙ্গে শোকেজ ও টিনের বাক্সা থেকে দুটি দলিল, নগদ ৩৫হাজার টাকা, দু’ভরি স্বর্ণালোংকার ও একটি টেলিভিশন সহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরি করে পালিয়েছে। শনিবার (২৬শে নভেম্বর) গভীর রাতের কোন এক সময় এই চুরির ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মল্লিক মোফাক্কর হোসেন এর পুত্র মল্লিক আমিনুল কবির মুক্ত জানান, শনিবার সকালে তিনি তার পরিবার নিয়ে রামপালের বড়দিয়া গ্রামে শশুরবাড়ীতে বেড়াতে যান। রবিবার সকালে তিনি বাড়ীতে এসে দেখেন ঘরের দরজা ভেঙ্গে চোরেরা উপরোক্ত মালামাল চুরি করে পালিয়েছে। এঘটনার বিষয়টি তিনি চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে অবগত করিয়েছেন।
Leave a Reply