শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাট কারাগারে মোঃ সেলিম ফরাজী নামের এক হাজতীর মৃত্যু হয়েছে।শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্বাসকষ্টসহ অসুস্থতা জনিত কারনে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ৭০ বছর বয়েসী সেলিম ফরাজী বাগেরহাট শহরের হরিণখানা এলাকার মৃত কাশেম ফরাজীর ছেলে।সে চুরি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী প্রলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন,সেলিম ফরাজী গত ২১ নভেম্বর বাগেরহাট সদর মডেল থানায় একটি চুরি মামলায় গ্রেফতার হন।এরপর থেকে কারাগারে ছিলেন।এদিন দুপুরে শ্বাসকষ্টসহ অসুস্থতা জনিত কারনে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নেয়া হয়।এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply