মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৫৫ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মদিন পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি ও সকল সহযোগী ও অঙ্গসংগঠন। তারেক রহমান সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। রবিবার (২০ নভেম্বর)দুপুরে বাগেরহাট জেলা বিএনপি কার্যালয়ে (থানার মোড়) আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এই জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, ডা: আব্দুর রহমান, বাগেরহাট জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, বিএনপি নেতা আব্দুল হালিম পাটোয়ারী, মহিলা নেত্রী শিরিনা আক্তার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, তাঁতিদল নেতা বাকি বিল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ এসকেন্দার হোসেন, আবুল কালাম আজাদ বুলু, শ্রমিক নেতা শেখ আসাদুজ্জামান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি দুলাল ফরাজি, সম্পাদক হারুন শেখ, জেলা তাঁতি দলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, যুবনেতা মাসুদুর রহমান পিয়াল সহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
Leave a Reply