শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের ২নং লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান শনিবার (১৯শে নভেম্বর) বিকেল ৫টায় কাহারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস,এম আবুল হোসেন এর সভাপতিত্বে সভার উদ্ভোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মোড়লগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আলম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ব্যানাজী, খুলনা মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদাউস আলম চাঁন ফারাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড, কামরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ। সাংগঠািনক রির্পোট পেশ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম, ডি সেলিম রেজা। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন এর সঞ্চালনায় এতে আরো বক্ততা করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অরুপ কুমার দাশ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম রেজা। সভা শেষে ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা-কে সভাপতি ও মোঃ আসপিয়ার হোসেন মোড়লকে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।
Leave a Reply