শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে পুর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ীতে অনাধিকার প্রবেশ করে ক্যান্সারের রুগীকে মারপিট করে হত্যার চেষ্টা করে।গুরুত্বর আহত অবস্থায় আহত পারভীন সাঈদ(৫৫)কে বাগেরহাট সদর হামপাতালে ভর্তি করা হয়েছে।এব্যাপারে আহত পারভীনের কন্যা মার্জানা লোপা বাদী হয়ে আউয়ালসহ ৩জনের নামে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।পুলিশ ও হাসপাতাল সুত্রে জানাগেছে,বাগেরহাট শহরের হরিনখানা গ্রামের মৃত আবু সাঈদ এর মৃত্যুর পর তার স্ত্রী পারভীন সাঈদ ও জামাতা নাসির আহসান পরিবার নিয়ে বসবাস করেন।প্রতিবেশী আউয়াল,খাদিজা,ছালেহাসহ ৫/৬জন গতকাল সন্ধ্যায় মার্জানার বাড়ীতে জমাজমির পুর্ব শক্রতার জের ধরে অনাধিকার প্রবেশ করে পারভীন সাঈদকে মারপিট শুরু করে এসময় ঠেকাতে এলে কন্যা লোপা ও ভাড়াটিয়া ফেরদাউস ও নার্গিস বেগমকে ও মারপিট করে গুরুত্বর আহত করে এবং স্বর্নালংকার চিনিয়ে নেয়।গুরুত্বর আহতবস্থায় পারভীনকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট রাজিয়া নাসের হাসপাতালে ভর্তি করে।হাসপাতালে চিকিৎসাধীন পারভীন বলেন,প্রতিবেশী আউয়াল খাদিজা গংরা এলাকায় বিতর্কিত জুডিসিয়াল থেকে উচ্চ আদালতে মামলায় হেরে গিয়ে ও আমাদের জমিতে জোর পুর্বক বসবাস করেন।এর পর আমাদের বাড়ীর মালামাল চুরি করে ক্ষতি করে ।আমার বাড়ীর ভাড়াটিয়াদের হুমকীসহ নির্যাতন করে।আমি এদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।অভিযোগকারী লোপা বলেন,আমরা এদের অত্যাচার ও দুরব্যবহার এর কারনে আমরা বাড়ী থেকে বের হতে পারছিনা।এই বিতর্কিত সন্ত্রাসীর হাত থেকে পরিত্রান চাই।বাগেরহাট মডেল থানার ওসি তদন্ত মো: মহসীন বলেন,লোপার একটি অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে পাঠানো হয়েছে।তদন্ত পুর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে
Leave a Reply