মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী মনির শেখ (৪৩) কে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে রোববার (১৩ই নভেম্বর) সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই অহিদুর রহমান জানান, শনিবার রাত ১১টার দিকে গোপনে সংবাদ পেয়ে মডেল থানার এসআই আশিক এর নেতৃত্বে এএসআই আব্দুল্লাহ আল-মামুন, আনোয়ার, মোরতাজুল হক ও পুলিশ সদস্য তৌফিক, উপজেলার বারাশিয়া এলকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সে বারাশিয়া গ্রামের মৃত হামিদ শেখের ছেলে। ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন গ্রেপ্তারকৃত মনির শেখের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
Leave a Reply