মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে “বাংলাদেশ শপ ওনার্স এন্ড বিজনেসম্যান সোসাইটি” মত বিনিময় সভা করেছে। শনিবার (১২ নভেম্বর) দুপুরে শহরের ধানসিড়ি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শপ ওনার্স এন্ড বিজনেসম্যান সোসাইটির সভাপতি তৌফিক এহেসান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেন, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু, জেলা জজ আাদালতের সরকারি কুশলী এ্যাড. সিদ্দিকুর রহমান, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, বাগেরহাট বাজার সমিতির সভাপতি সরদার ফকরুল আলম সাহেব,মুক্তিযোদ্ধা ফরমান সরদার,বাগেরহাট বিসিক শিল্প নগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দোকান মালিক ও ব্যবসায়ীদের অর্থনৈতিক ভীত শক্তিশালী করতে সবাই এক সাথে কাজ করতে হবে। শুধু ব্যবসার কথা চিন্তা করলে হবে না সাধারণ মানুষের কথা মাথায় রেখে মুনাফা করার কথা বলেন। সেই সাথে ব্যবসায়ীদের বাঁচাতে ব্যাংক ঋণের হার কমানোর দাবি জানান বক্তারা।
Leave a Reply