মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন
বাগেরহাটে প্রতিনিধি :
“দুর্দিনে, দুর্যোগে, সংকট মোকাবেলায় নারী” শীর্ষক আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল সন্ধ্যায় বাগেরহাট এসিলাহা মিলনায়তনে নির্মান সমাজ উন্নয়ন সংস্থা ও সবুজ বাংলা নারী উন্নয়ন সংস্থা যৌথভা আয়োজন অনুষ্ঠিত আলোচসা সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। আয়োজিত আলোচনা সভায় অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মহিলা পরিষদ ও মহিলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সীতা রানী দেবনাথ, দুদক পিপি এডভোকেট মিলন কুমার ব্যানার্জী, বিশিষ্ট শিক্ষাবিদ মুখার্জী রবীন্দ্রনাথ। নারী অধিকার ও ক্ষমতায়নের সপক্ষে বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আজগর আলী, বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী খালেদা আক্তার মুন। কি নোট পেপার উপস্থাপন করেন সংস্থার সহ সভাপতি আহাদ উদ্দিন হায়দার। এ সময়ে অনলাইন উদ্যোক্তাদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রতিবন্ধী এক নারীকে হুইল চেয়ার এবং চারটি ইভেন্টে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply