রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রকৌশল দিবস- ২০২২ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে আইডিইবি বাগেরহাট জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।এ সময় সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স সভাপতি প্রকৌশলী খন্দকার আব্দুস সালাম,সাধারন সম্পাদক প্রকৌশলী আব্দুর রহমান ,প্রকৌশলী সনৎ কুমার সাহা,প্রকৌশলী হুমায়ুন কবির, প্রকৌশলী সব্যসাচি রায় ও প্রকৌশলী তানজির হোসেন। র্যালী ও আলোচনা সভা সফল করতে এ সময় বিভিন্ন বিভাগে কর্মরত সদস্য প্রকৌশলী, পলিটেকনিক ছাত্র , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকবৃন্দসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় সাধারন সম্পাদক প্রকৌশলী আব্দুর রহমান বলেন,সরকার প্রধান কতৃক ২০১৮ সালে অঙ্গীকারকৃত উপসহকারী প্রকৌশলীদের প্রাথমিক নিযুতিএত ১টি ইনক্রিমেন্ট প্রধান প্রানিং ও ডিজাইনে নিয়োজিতদের ৩টি ইনক্রিমেন্ট প্রদান,পলিটেকনিক কলেজ গুলিতে শিক্ষক স্বল্পতা দুরীকরন টিএসসিসহ সকল কারীগরী প্রতিষ্ঠানে পর্যপ্ত কাচামাল সরবরাহসহ সকল উপসহকারী প্রকৌশলীদের প্রমোশন কোটা ৩৩% থেকে ৫০% এ উন্নিত করন করায় ক্ষোভ প্রকাশ করাসহ বিভিন্ন দাবী বাস্তবায়নের জন্য তুলে ধরা হয়।
Leave a Reply