বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ নভেম্বর) সকালে শহরের সদর থানার মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি এবং সকল অংঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহবায়ক ইঞ্জি: এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মো মোজাফ্ফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, ডা: হাবিবুর রহমান, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: সুজন মোল্লা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতবৃন্দ।
Leave a Reply