শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজে এইচএসসি-২০২২ ব্যাচের পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠন বৃহস্পতিবার (৩রা নভেম্বর) দুপুর ১২টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস’র সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীনের উপস্থাপনায় এতে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক উৎপল কুমার দাশ, সালমা খাতুন, প্রভাষক মাহবুবা ফিরদৌসী, সুব্রত কুমার দাম, সাইদুর রহমান শিক্ষার্থী জয় কুমার মন্ডল ও ফাতেমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি ও কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস তাঁর বক্তব্যে ছাত্র ছাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন, করোনা কালীন সময়ের কারণে যে সব গ্যাপ ছাত্র ছাত্রীদের মাঝে তৈরি হয়েছে, তা নিরসনে বিভিন্ন সহশিক্ষা মূলক কাজ ও বিভিন্ন দক্ষ্যতা উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণের তাগিদ দেন। পরে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ডাঃ শাহজাহান। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply