সাইফুল্লা শামীম, (ফরিদপুর) নিজস্ব প্রতিবেদক
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জাতীয় শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ব্যানার ফেস্টুন ও বাদ্যযন্ত্র বাজিয়ে সভাস্থলে উপস্থিত হন। পরে সেখান থেকে বিশাল একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
ভাঙ্গা সরকারি কাজী মাহবুবউল্লাহ (কে.এম.) কলেজের অধ্যক্ষ এবিএম ইব্রাহিম খলীলের সভাপতিত্বে এবং অত্র কলেজের সহকারী অধ্যাপক এবিএম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভুমি কর্মকর্তা ) মাহামুদুল হাসান, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ভাঙ্গা মহিলা কলেজের প্রভাষক বিকাশ চন্দ্র দাস, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, তারাইল এসএ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ ইব্রাহিম মিয়া প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র অনুষ্ঠানের সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, ভাঙ্গা হাইওয়ে পুলিশ পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম আরিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম।
এ ছাড়া র্যালিতে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মহিলা কলেজ সরকারি কেএম কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, থানা প্রশাসন, বিএনসিসি, স্কাউট, রোভার, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply