মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে শিশুশ্রম নিরসন এবং শিশু শ্রম মুক্ত সমাজ তথা দেশ গঠনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে বেসরকাবি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের কার্যালয়ে নেদার ল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা গেøাবাল মার্চ এ্যাগেইনেস্ট চাইল্ড লেবার এর সহযোগীতায়, এড্রেসিং চাইল্ড লেবার ইন এগ্রিকালচারাল সাপ্লাই চেইন গেøাবাল টু লোকাল প্রকল্পের আওতায় ইনসিডিন বাংলাদেশ এবং উদয়ন বাংলাদেশ যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করেন। উদয়ন বাংলাদেশর সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সহ সভাপতি ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পের বিভিন্ন কর্যক্রমসহ সভার মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশ এর ক্যাম্পেইন কো-অর্ডিনেটর রাফিউল আলি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা। এ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার এ বাকী। অনুষ্ঠানে সরকার নির্ধারিত ৪৩টি ঝুকিপূর্ন কাজের তালিকা উপস্থাপন করেন উদয়ন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার রুপা জামান। এ সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান শেখ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, সাধারন সম্পাদক আলী আকবার টুটুল, সংবাদ কর্মী হেদায়েত হোসেন লিটন, সৈয়দ শওকত হোসেন, মামুন আহম্মেদ প্রমুখ।
Leave a Reply