রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
ফকিরহাটে ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প রামপালে দুর্বৃত্তের অগ্নি সংযোগ; বিএনপির আরও ৪ নেতা গ্রেফতার “বিজয়ের মাসের প্রথম দিনে নতুনধারার সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ ” ৩৪ দিনে ৪৮০ বাহন ও ১১৯ স্থাপনায় অগ্নি সংযোগ-ভাংচুর বাগেরহাটে আওয়ামী লীগের দুই বিদ্রোহীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৩০ প্রার্থী রামপালে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস বিএনপির ১০ নেতা গ্রেফতার  রামপালে সংসদ সদস্য পদে মন্ত্রী হাবিবুন নাহারসহ ২ জনের মনোনয়ন পত্র জমা ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এম ভি আরভিকা মোংলা বন্দরে বাগেরহাটের রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন বাগেরহাটে মনোনয়ন ফরম সংগ্রহ তিন স্বতন্ত্রসহ ১৪ প্রার্থী
ফকিরহাটে জাহিদ মীরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের

ফকিরহাটে জাহিদ মীরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ব্যাবসায়ী জাহিদ মীরকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় মডেল থানায় ১টি মামলা দায়ের করেছেন তার স্ত্রী ফাতেমা আক্তার । তিনি নিজ বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ সহ আরো ৫/৬জন-কে অজ্ঞাতনামা আসামী করে এই মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ-১৫/১০/২০২২ইং। ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১৩৪ পেনালকোর্ড। এ ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি। পুলিশ জানায়, উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা জামে মসজিদ থেকে জাহিদ মীর শুক্রবার জুম্মার নামাজ শেষে শশুরবাড়ী যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেেেক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। জাহিদ মীরের শরীরের বিভিন্ন স্থানে গুলি করা হয়েছে বলে পুলিশ জানান। ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা ও ১টি তাজা গুলি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসি (তদন্ত) স্বপন কুমার রায় বলেন, তাকে কি কারনে গুলি করা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। তবে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ও পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানান। ঘটনার সাথে জড়িতদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন গুলিবিদ্ধ জাহিদ মীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers