মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ব্যাবসায়ী জাহিদ মীরকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় মডেল থানায় ১টি মামলা দায়ের করেছেন তার স্ত্রী ফাতেমা আক্তার । তিনি নিজ বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ সহ আরো ৫/৬জন-কে অজ্ঞাতনামা আসামী করে এই মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ-১৫/১০/২০২২ইং। ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১৩৪ পেনালকোর্ড। এ ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি। পুলিশ জানায়, উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা জামে মসজিদ থেকে জাহিদ মীর শুক্রবার জুম্মার নামাজ শেষে শশুরবাড়ী যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেেেক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। জাহিদ মীরের শরীরের বিভিন্ন স্থানে গুলি করা হয়েছে বলে পুলিশ জানান। ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা ও ১টি তাজা গুলি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসি (তদন্ত) স্বপন কুমার রায় বলেন, তাকে কি কারনে গুলি করা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। তবে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ও পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানান। ঘটনার সাথে জড়িতদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন গুলিবিদ্ধ জাহিদ মীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply