রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ অপরাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
খুলনা প্রকৌশলী প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মাতার ইন্তেকাল ফকিরহাটে ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প রামপালে দুর্বৃত্তের অগ্নি সংযোগ; বিএনপির আরও ৪ নেতা গ্রেফতার “বিজয়ের মাসের প্রথম দিনে নতুনধারার সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ ” ৩৪ দিনে ৪৮০ বাহন ও ১১৯ স্থাপনায় অগ্নি সংযোগ-ভাংচুর বাগেরহাটে আওয়ামী লীগের দুই বিদ্রোহীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৩০ প্রার্থী রামপালে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস বিএনপির ১০ নেতা গ্রেফতার  রামপালে সংসদ সদস্য পদে মন্ত্রী হাবিবুন নাহারসহ ২ জনের মনোনয়ন পত্র জমা ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এম ভি আরভিকা মোংলা বন্দরে বাগেরহাটের রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ফকিরহাটে অচেতন করে ২০লক্ষ টাকার মালামাল লুট: দু’জন খুমেকে ভর্তি

ফকিরহাটে অচেতন করে ২০লক্ষ টাকার মালামাল লুট: দু’জন খুমেকে ভর্তি

পি কে অলোক, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা বাজারের উপর বসবাসরত একজন অবসরপ্রাপ্ত সরকারী ডাক্তারের বাড়ীতে চেতনাশক ঔষুধ খাইয়ে ২১ভরি স্বর্ণালোংকার ও নগদ ৭০হাজার টাকা সহ প্রায় ২০লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে অজ্ঞাত দুবৃর্ত্তরা। এসময় অচেতন অবস্থায় ব্র্যাক কর্মকর্তা ভাড়াটিয়া মুকেশ কান্তি বৌদ্ধ (৩৫) ও তার স্ত্রী চন্দনা রানী বৌদ্ধকে (২৫) মুমুর্য অবস্থায় উদ্ধার করে খুমেকে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে বেতাগা বাজারের মূতঃ হরিপদ দাশের পুত্র অবসরপ্রাপ্ত কমিউনিটি ক্লিনিকের ডাক্তার সুরেশ কুমার দাশ এর বাড়ীতে এই ঘটনা ঘটে। মডেল থানা পুলিশ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী ডাক্তার সুরেশ কুমার দাশের স্ত্রী ও শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মলিনা রানী দাশ জানান, তার স্বামী বাড়িতে না থাকায় তিনি ও তার ভাড়াটিয়ারা রাত সাড়ে ১১টার সময় রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে তিনি দেখতে পান দু’পার্শ্বের দুটি জালানার গ্রিল ভাঙ্গা এবং সমস্ত ঘরের মালামাল তছনছ করা। তখন তিনি অন্যরুমে থাকা ভাড়াটিয়া মুকেশ কান্তি বৌদ্ধ ও তার স্ত্রী চন্দনা রানী বৌদ্ধকে ডাক দিলে কোন সাড়া পাননী। দুবৃত্তরা রাতের কোন এক সময় জালানার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে তার ঘর হতে ১৯ভরি স্বর্ণালোংকার ও নগদ ৪০হাজার টাকা এবং ব্র্যাক কর্মকর্তার ঘর হতে ২ভরি স্বর্ণালোংকার ও নগদ ৩০হাজার টাকার ও অন্যান্য মালামালসহ প্রায় ২০লক্ষা টাকার মালামাল লুটে নিয়ে পাড়িয়ে যায়। মুমুর্য অবস্থায় ভাড়াটিয়া মুকেশ কান্তি বৌদ্ধ ও তার স্ত্রী চন্দনা রানী বৌদ্ধকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে লোকমুখে খবর পেয়ে মডেল থানা পুলিশ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এরিপোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নী।
উল্লেখ্য এর কয়েকমাস আগে পার্শ্ববর্তী শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের ডাঃ অচিন্মান দেবনাথ এর বাড়ীর জালানার গ্রিল কেটে নগদ ২লক্ষ টাকা ও ১০ভরি স্বর্ণালোংকার লুট, বাগেরহাট সদর উপজেলার চুলকাটির সুনগর গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জুলফ্ফিকার আলীর বাড়িতে চেতনাশক ঔষুধ খাইয়ে ৫জনকে অচেতন করে ও জালানা ভেঙ্গে ১০লক্ষ টাকার মালামাল লুট, একই এলাকার বিশিষ্ট হোটেল ব্যবসায়ী রেজোয়ান এর বাড়িতে একই কায়দায় ৪জনকে অচেতন করে র্স্বণালোংকার ও নগদ টাকা সহ প্রায় ১০লক্ষ টাকার মালামাল লুেট নিয়ে নিবিঘেœ পালিয়ে গেলোও পুলিশ কোন আসামীকে আটক করতে পারেনী। ##

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers