বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
মোংলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সহপাঠি কলেজ ছাত্র আটক, থানায় মামলা   চুলকাটি প্লন্টিং ফর ফিউচার এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাগেরহাটে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স বাগেরহাটে ডিবিসি নিউজের সাংবাদিককে ‘নব্য বিএনপি-জামায়াত’ সমর্থকদের মারধর বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক পিকআপ সংঘর্ষে শিক্ষিকাসহ নিহত-৪ বাগেরহাটে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার রামপালে পর্ণগ্রাফি আইনের মামলা করায় বাদীকে হুমকি  রামপালে কৃষকের জমি অবৈধভাবে দখলের অভিযোগ রামপালে জোরপূর্বক জমি দখল নিতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে-শেখ হেলাল উদ্দিন এমপি

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে-শেখ হেলাল উদ্দিন এমপি

বাগেরহাট অফিস
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেতা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এজন্য নেতাকর্মীদের একান্ত প্রচেষ্টায় আগামী নির্বাচনে বাগেরহাটের চারটি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে হবে। নিরুঙ্কুশ বিজয়ের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অণুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। শেখ হেলাল উদ্দিন আরও বলেন, বিএনপি আমাদেরকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়, এত সাহস বিএনপি কোথায় পায়! বিএনপি যতই চিল্লাচিল্লি করুক, বিএনপিকে পদ্মার এপারে নামতে দেওয়া হবে না। বুধবার (১২ অক্টোবর) বিকেলে বাগেরহাট রেলরোডে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক প্রমুখ।
বঙ্গবন্ধু শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছিলেন দাবি করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, আওয়ামী লীগ মেহনতি মানুষের কষ্ট বোঝে। আওয়ামী লীগ রাজপথের দল। রাজপথে থেকেই তারা মানুষের কল্যানে কাজ করে। তাইতো আওয়ামী লীগে ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। বিএনপি ২১ বছর ক্ষমতায় থাকলেও দেশের কোন উন্নয়ন করেনি। তাই তাদের ভোট চাওয়ারও কোন অধিকার নেই। সমাবেশ শেষে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশালাকৃতির কেক কাটা এবং নেতাকর্মীদের মাঝে মিস্টি বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে বাগেরহাট জেলা ও বিভিন্ন উপ জেলা শ্রমিক লীগের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers