রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে শনিবার (৮ই অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বলাই ঘোষের দোকান মোড় নামক স্থানে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি স্বপন দাশ, উদ্ভোধন করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে।আ’লীগ নেতা সুমন কুমার ধর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোঃ মোস্তাহীদ সুজা, মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, তথ্য বিষয় সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক নির্মাল কুমার দাশ। প্রধান বক্তা ছিলেন, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। সভা শেষে শেখ সিরাজুল ইসলাম-কে সভাপতি ও সুকুমার বাকচি-কে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।
Leave a Reply