শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৫ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে স্মাট অফিস পাইলট কার্যক্রমের শুভ উদ্ভোধন ও স্মাট অফিস বাস্তবায়ন সম্প্রর্কিত মতবিনিময় সভা রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রনালয়ের এসপায়ার টু ইনোভেট প্রগ্রাম (এটুআই) প্রকল্পের পরিচালক ও যুগ্ন-সচিব ড, দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, মুখ্য আলোচক ছিলেন এটুআই প্রকল্পের একসেবা ইমপ্লিমেন্টেশন স্পনিষ্ট ও উপ-সচিব মোহম্মদ সালাহ উদ্দিন, সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজার ও বিশিষ্ট কলামিষ্ট অমিত রায় চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, সিনিয়র সহকারী সচিব মোঃ তানভীর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাহীদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। মতবিনিময় সভায় আরো বক্তৃতা করেন, শেখ হেলাল উদ্দিন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বটু গোপাল দাশ, মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাপ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান হীটলার গোলদার, মোঃ ইউনুস আলী শেখ, মোঃ রেজাউল করিম ফকির, প্রভাষক শেখ আহসান টিটু, শিক্ষক মোঃ নাজমুল হুদা, ইউপি সচিব সোহেল রানা, উদ্যোত্তা কামরুল ইসলাম, তন্ময় অধিকারী ও ফজলেয়ার লাব্বি। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি ফকিরহাট উপজেলাকে স্মাট উপজেলা ঘোষনা করেন। এ সময় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ইউপি সচিব, উদ্যোত্তা ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply