মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
মোংলা বন্দর কর্তৃপক্ষের জায়গার অবৈধ দখল স্থাপনা উচ্ছেদ বাগেরহাটে এম এ এইচ সেলিম বরণে প্রস্তুতিমূলক সভা  অসুস্থ সাংবাদিক সম্পাদক তরিকুল ইসলামের  সুস্থতা কামনায়  চুলকাটি প্রেসক্লাবের বিবৃতি  ফকিরহাটে ৯০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার শুভদিয়ায় বিএনপি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত ফকিরহাটে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার,মামলায় মা-ছেলে গ্রেপ্তার মোংলায় আ.লীগ ফ্যাসিবাদ দোসর আবারও সক্রিয় হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের র‍্যালি মোংলা পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ৩ নেতাকর্মী আটক  বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা
বাগেরহাটে চুরি ও হারিয়ে যাওয়া ৩১ মুঠোফোন উদ্ধার, খুশি মালিকরা

বাগেরহাটে চুরি ও হারিয়ে যাওয়া ৩১ মুঠোফোন উদ্ধার, খুশি মালিকরা

বাগেরহাট ব্যুরো
বাগেরহাটে বিভিন্ন সময় হারিয়ে ও চুরি যাওয়া ৩১ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৬ ফেব্রুয়ারি)দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত এসব মুঠোফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার কে এম আরিফুল হক।এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।হারিয়ে ও চুরি যাওয়া মুঠোফোনের জন্য করা সাধারণ ডায়েরী সূত্রে এসব মুঠোফোন উদ্ধার করা হয়।দীর্ঘদিন পরে হলেও হারানো মুঠোফোন পেয়ে খুশি মালিকরা।
রামপাল উপজেলার গাববুনিয়া জামে মসজিদের ইমাম নাইমুল ইসলাম বলেন,৬ মাস আগে মুঠোফোন হারিয়ে যায়। অনেক খোজাখুজির পরে না পেয়ে আমরা থানায় সাধারণ ডায়েরী করেছিলাম। হারানো মুঠোফোন হাতে পেলাম।আমরা খুব খুশি পুলিশের এই তৎপরতায়।
শরনখোলা উপজেলার রাজৈর গ্রামের ছগির তালুকদারের স্ত্রী শাহনাজ বেগম বলেন,দেড় বছর আগে স্বামী মারা যাওয়ার দিন বিকেলে মোবাইল সেটটি চুরি হয়ে যায়।পরে থানায় জিডি করেছিলাম। প্রায় দেড় বছর পর আজ ফোন ফেরত পেয়েছি।পুলিশের প্রতি আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন,বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে বিভিন্ন এলাকা থেকে তথ্য প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে ৩১ টি মুঠোফোন উদ্ধারসহ অপরাধীদের শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।এইসব মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে।জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ অব্যহত থাকবে।তবে নিত্য প্রয়োজনীয় মূল্যবান মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে মানুষদের আরও সচেতন থাকার আহŸান জানান তিনি।
তিনি আরও বলেন, অপরাধ দমন ও মানুষের সেবা দানের ক্ষেত্রে পুলিশের সক্ষমতা অনেকগুন বৃদ্ধি পেয়েছে।এর আগে একই ভাবে ২২ টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers