রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনঅংশিদারিত্বে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনের লক্ষে ৪নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা পিলজংগ দক্ষিনপড়া সিদ্দিকীয় দাখিল মাদ্রাসা চত্তরে সোমবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উন্মুক্ত ওয়ার্ড সভার প্রবক্তা স্বপন দাশ। উদ্ভোধক ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমা›ন্ডার সুবীর কুমার মিত্র। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা শামীমা ইয়াসমীন পলি। ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ কুমার দাশ এর পরিচালনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্ততা করেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, যুগ্ন-সাধারন সম্পাদক প্রভাষক সুমন কুমার ধর, মাওলানা মোঃ শরিফুল ইসলাম (নোমানী), কাজি তপু ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জয়দেব কুমার দে। সভায় শতাধিক নারী ও পুরুষ বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন। যা ইউপি সচিব রাজিব কুমার মজুমদার খসড়া আকারে একটি রেজুলেশন করেন।
Leave a Reply