রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ডের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ক উন্নয়ন সমন্বয় কমিটির সভা রবিবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর কৃষিবিদ পার্থ প্রতীম সেন।
সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী দাশ শিশির কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, ইউপি চেয়ারম্যানগনের মধ্যে শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, লখপুর ইউপি চেয়ারম্যান এম. ডি. সেলিম রেজা, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল ও মহিলা ইউপি সদস্য রাফেজা বেগম প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ডের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ক উন্মুক্ত আলোচনা করে তার একটি খসড়া রেজুলেশন করা হয়। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি, ১৪টি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সার্ভিস প্রভাইডার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply