বুধবার, ০৭ জুন ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ভারতের কনার্টকের ‘জয় শ্রী রাম’ বলে গেরুয়া আর ‘আল্লাহু আকবার’ বলে হিজাব পড়া নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তা বন্ধ করার আহবান জানিয়ে বলেছেন, ভারত-বাংলাদেশ বা অন্য কোথাও আর রায়ট চায় না নতুন প্রজন্ম। অতএব, ভারত সরকাকে দ্রুত এ ব্যাপারে সমাধান নিয়ে আসতে হবে। ৯ ফেব্রুয়ারি রাত ৮ টা ৩৪ মিনিটে মোমিন মেহেদী ফেসবুকে তাঁর Momin Mahadi ভেরিফায়েড পেইজে এক স্ট্যাটাসে আরো লেখেন, নতুনধারার রাজনীতিক হিসেবে আমি বরাবরই ধর্মান্ধ এবং উগ্র ধর্মপন্থীদের বিরুদ্ধে। কিন্তু তাই বলে কোন ধর্মীয় কাজে বাঁধা নিষেধ আসবে এটিও সহ্য করিনি, করবোও না। অনতিবিলম্বে ভারতের এই ফুঁসে ওঠা ধর্মীয় সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়াটা হবে বিজেপি সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। একই সাথে বাংলাদেশের নাগরিকদেরকে হতে হবে আরো ধর্মজ্ঞানি। যে কোন কথা শুনলেই হুট করে কোন পদক্ষেপ না নিয়ে আগে পুরো বিষয়টিকে জেনে তারপর পদক্ষেপ নিতে হবে। যাতে করে কোনভাবেই নিজের ধর্মর পাশাপাশি অন্য ধর্মের অবমাননা না হয়। তাছাড়া ইসলামের মহানবী (সা.) বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এই কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে।
Leave a Reply