মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সু-শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উন্মুক্ত ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। এতে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ডের সাধারন সদস্য মো. রুস্তুম শেখ। ইউপি সচিব মো.সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম মো.হাফিজুর রহমান ও মো. আব্দুল খালেক ঢালী। অনুষ্ঠানে উপদেষ্টা ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সদস্যা কোহিনুর বেগম। এসময় ৮নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply