শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, কৃষি কর্মকর্তা মোঃ নাছরুল মিল্লাত, প্রাণী সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার শিকদার, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিষ কুমার বিশ্বাস, ইউপি চেয়্যারম্যান যথাক্রমে মোঃ রেজাউল করিম ফকির, এ্যাডঃ হীটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, মোঃ ইউনুস আলী শেখ, মোঃ ফারুকুল ইসলাম ওমর, এম.ডি সেলিম রেজা ও মোড়ল জাহিদুল ইসলাম। সভায় জুয়া ও মাদকের অবাধ বিকিকিনি বন্ধে অভিযান জোরদার এবং পলিথিনের ব্যবহার বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply