সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
রামপাল থানার ওসি আশরাফুলের প্রচেষ্টায় নিখোঁজ আরাফাতকে ফিরে পেল পরিবার  রামপাল থানার ওসি আশরাফুল আলমকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা রামপালের গৃহবধূ জান্নাতুল সন্তানসহ মানিকগঞ্জের ঘিওর থেকে নিখোঁজ মোংলা থানার ওসি’র বিদায়ী সংবর্ধনা  বাগেরহাটে বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ দেশসেরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হলেন রামপাল থানার ওসি আশরাফুল আলম  এক রাতের ব্যবধানে মোংলায় পেঁয়াজের কেজি ১০০থেকে ১৮০টাকা  মোংলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা নৌকার বিরোধিতা করে দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবেন তা হতে পারেনা: কেসিসি মেয়র
কাটাখালী খালের দু’পাড় দখল: পূনঃ খননের জন্য চেয়ারম্যানের পরিদর্শন

কাটাখালী খালের দু’পাড় দখল: পূনঃ খননের জন্য চেয়ারম্যানের পরিদর্শন

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডের উপর দিয়ে প্রবাহিত তিন কিলোমিটার লম্বা একমাত্র প্যানার খালের দুইপাড় অবৈধ ভাবে দখল ও খালের মধ্যে স্থানীয় অর্ধশতাধিক ব্যবসায়ী কৃর্তক বিপুল পরিমানে ময়লা আবর্জনা ফেলে খালটির পানি নিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ করা হয়েছে। আর এই বন্ধ করার কারণে আগামী বষার্ মৌসুমে টাউন নওয়াপাড়া শ্যামবাগাত ও পিলজংগ সহ বেশ কয়েকটি গ্রামে বন্যার রুপ ধারণ করার আশাংকা করা হচ্ছে। সেই বন্যার কবল থেকে ইউনিয়নবাসিকে রক্ষা করার জন্য পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম পুনঃ খননের কাজ হাত নিয়েছেন। তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কাটাখালী বাসস্ট্যান্ডে এসে প্যানার খালটি পরিদর্শন করেন। এবং অতিদ্রুত খালটি যাহাতে পুনঃ খনন ও ময়লা আবর্জনা পরিস্কার করা হয় সে বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন টাউন নওয়াপাড়া ১নং ওয়ার্ডের নিবার্চিত সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান ও ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ অপিরুদ্দিন অপি শেখ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
উল্লেখ্য কাটাখালী প্যানার খালটি টাউন নওয়াপাড়া শ্যামবাগাত ও পিলজংগ ইউনিয়নের মধ্যদিয়ে লখপুর যুগীখালী নদীতে গিয়ে মিশেছে। খালের অধিকাংশ স্থানে দুইপাড় দখল করে সেখানে বিপুল পরিমানে কাচা-পাকা ইমারাত নিমার্ণ ও ময়লা আবর্জনা ফেলে খালের পানি নিষ্কাশনের পথ পুরোপুরী বন্ধ করা হচ্ছে। খালটি পুনঃ খনন করা হলে টাউন নওয়াপাড়া শ্যামবাগাত ও পিলজংগ সহ বেশ কয়েকটি গ্রামে জলাবদ্ধতা দুর করা সম্ভব হবে। অতিদ্রুত তিন কিলোমিটার লম্বা খালের দুইপাড়ের অবৈধ দখলদারকে উচ্ছেদ করে খালটি পুনঃ খনন করলে হাজার হাজার জনগন উপকৃত হবে বলেও স্থানীয়দের ধারনা।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers