রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন
জি এম অভি, নিজস্ব প্রতিবেদক
সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমন মোকাবিলায় হাসপাতাল ও চিকিৎসকরা অগ্রনী ভুমিকা পালন করলেও দুর্নাম ঘোচাতে পারছেনা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল । এ হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে প্রায়ই সাধারন মানুষের মুখে নানা অনিয়মের কথা উঠে আসে । এবার হাসপাতালের এক অফিস সহকারির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পাওয়া গেছে । সুত্রে জানা গেছে , বিদেশ যেতে করোনার সনদের বিকল্প নেই । আর সুযোগটি কাজে লাগিয়ে বিদেশগামী ব্যক্তিদের কাছ থেকে ১ থেকে ২ হাজার টাকায় করোনা টিকার সনদ বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র । হাসপাতালের অফিস সহকারীর বিরুদ্ধে এমন অভিযোগে হাসপাতাল এলাকায় ছি ছি রব উঠেছে । এই চক্রটি অনেক আগ থেকেই এহেন অপকর্ম করে অবৈধ উপায়ে অর্থ বানিজ্য করে আসছে । প্রতারক চক্রের মুল হোতা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কার্যালয়ের অফিস সহকারী মো : জাকির আহমেদ । ভুক্তভোগি যশোর শহরের নওয়াপাড়া রোডের বাসিন্দা মো : সেলিমের ছেলে বাপ্পী জানায় , আমি করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি ২ য় ডোজের ম্যাসেজ আসেনি । মালয়েশিয়া যাবো তাই যত তাড়াতাড়ি ২ য় ডোজ সম্পন্ন করে সনদ নিতে হবে এজন্য ১৩ জানুয়ারী সকালে হাসপাতালের এজন্য ১৩ জানুয়ারী সকালে হাসপাকালে
তত্বাবধায়কের কার্যালয়ে যেয়ে অফিস সহকারী জাকিরের সাথে পরামর্শ করি । জাকির আহমেদ আমাকে বলে করোনার সনদ পেতে ২ য় ডোজ দেয়া লাগবে কিনা সেটা আমি বুঝবো । আপনি আমাকে ১৫ শ ‘ টাকা দেন । আমি কাগজ রেডি করে আপনাকে ফোন দিচ্ছি । তখন নিচে নেমে বাপ্পী তার বন্ধু রিয়াদের সাথে ঘটনাটি খুলে বললে রিয়াদ জাকিরের মুঠো ফোনে টাকা কম নেয়ার জন্য অনুরোধ করে । তখন জাকির আহমেদ রিয়াদকে জানায় , একটি টাকাও কম দিলে হবে না । আমরা এর চেয়ে বেশী নিয়ে থাকি । এছাড়া এই টাকা আমি একা খেতে পারবোনা । এখান থেকে অফিসের কয়েকজনকে ভাগ দিতে হবে । একথা শুনে ভুক্তভোগি বাপ্পী যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কুইন্স হাসপাতালের পরিচালক এস এম হুমায়ুন কবির কবুকে জানালে তিনি সিভিল সার্জনকে জানাতে পরামর্শ দেন । এবিষয় অফিস সহকারী মো : জাকির আহমেদের কাছে জানতে চাইলে সে দৈনিক যশোর প্রতিনিধিকে জানায় তারা এসে আমাকে বলার পরে আমি বলে দিয়েছি সনদের বিষয়টি অন্য যশোর লোক করে তার সাথে কথা বলিয়ে দিবো । এছাড়া আর কোন কথা হয়নি । যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কুইন্স পাসপাতালের পরিচালক এসএম হুমায়ুন কবির কবু দৈনিক যশোরকে জানান ,
Leave a Reply