রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
ফকিরহাটে ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প রামপালে দুর্বৃত্তের অগ্নি সংযোগ; বিএনপির আরও ৪ নেতা গ্রেফতার “বিজয়ের মাসের প্রথম দিনে নতুনধারার সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ ” ৩৪ দিনে ৪৮০ বাহন ও ১১৯ স্থাপনায় অগ্নি সংযোগ-ভাংচুর বাগেরহাটে আওয়ামী লীগের দুই বিদ্রোহীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৩০ প্রার্থী রামপালে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস বিএনপির ১০ নেতা গ্রেফতার  রামপালে সংসদ সদস্য পদে মন্ত্রী হাবিবুন নাহারসহ ২ জনের মনোনয়ন পত্র জমা ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এম ভি আরভিকা মোংলা বন্দরে বাগেরহাটের রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন বাগেরহাটে মনোনয়ন ফরম সংগ্রহ তিন স্বতন্ত্রসহ ১৪ প্রার্থী
টাকার বিনিময়ে করোনা টিকার সনদ পাওয়া যায় যশোর সদর হাসপাতালে !

টাকার বিনিময়ে করোনা টিকার সনদ পাওয়া যায় যশোর সদর হাসপাতালে !

জি এম অভি, নিজস্ব প্রতিবেদক

সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমন মোকাবিলায় হাসপাতাল ও চিকিৎসকরা অগ্রনী ভুমিকা পালন করলেও দুর্নাম ঘোচাতে পারছেনা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল । এ হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে প্রায়ই সাধারন মানুষের মুখে নানা অনিয়মের কথা উঠে আসে । এবার হাসপাতালের এক অফিস সহকারির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পাওয়া গেছে । সুত্রে জানা গেছে , বিদেশ যেতে করোনার সনদের বিকল্প নেই । আর সুযোগটি কাজে লাগিয়ে বিদেশগামী ব্যক্তিদের কাছ থেকে ১ থেকে ২ হাজার টাকায় করোনা টিকার সনদ বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র । হাসপাতালের অফিস সহকারীর বিরুদ্ধে এমন অভিযোগে হাসপাতাল এলাকায় ছি ছি রব উঠেছে । এই চক্রটি অনেক আগ থেকেই এহেন অপকর্ম করে অবৈধ উপায়ে অর্থ বানিজ্য করে আসছে । প্রতারক চক্রের মুল হোতা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কার্যালয়ের অফিস সহকারী মো : জাকির আহমেদ । ভুক্তভোগি যশোর শহরের নওয়াপাড়া রোডের বাসিন্দা মো : সেলিমের ছেলে বাপ্পী জানায় , আমি করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি ২ য় ডোজের ম্যাসেজ আসেনি । মালয়েশিয়া যাবো তাই যত তাড়াতাড়ি ২ য় ডোজ সম্পন্ন করে সনদ নিতে হবে এজন্য ১৩ জানুয়ারী সকালে হাসপাতালের এজন্য ১৩ জানুয়ারী সকালে   হাসপাকালে

তত্বাবধায়কের কার্যালয়ে যেয়ে অফিস সহকারী জাকিরের সাথে পরামর্শ করি । জাকির আহমেদ আমাকে বলে করোনার সনদ পেতে ২ য় ডোজ দেয়া লাগবে কিনা সেটা আমি বুঝবো । আপনি আমাকে ১৫ শ ‘ টাকা দেন । আমি কাগজ রেডি করে আপনাকে ফোন দিচ্ছি । তখন নিচে নেমে বাপ্পী তার বন্ধু রিয়াদের সাথে ঘটনাটি খুলে বললে রিয়াদ জাকিরের মুঠো ফোনে টাকা কম নেয়ার জন্য অনুরোধ করে । তখন জাকির আহমেদ রিয়াদকে জানায় , একটি টাকাও কম দিলে হবে না । আমরা এর চেয়ে বেশী নিয়ে থাকি । এছাড়া এই টাকা আমি একা খেতে পারবোনা । এখান থেকে অফিসের কয়েকজনকে ভাগ দিতে হবে । একথা শুনে ভুক্তভোগি বাপ্পী যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কুইন্স হাসপাতালের পরিচালক এস এম হুমায়ুন কবির কবুকে জানালে তিনি সিভিল সার্জনকে জানাতে পরামর্শ দেন । এবিষয় অফিস সহকারী মো : জাকির আহমেদের কাছে জানতে চাইলে সে দৈনিক যশোর প্রতিনিধিকে জানায় তারা এসে আমাকে বলার পরে আমি বলে দিয়েছি সনদের বিষয়টি অন্য যশোর লোক করে তার সাথে কথা বলিয়ে দিবো । এছাড়া আর কোন কথা হয়নি । যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কুইন্স পাসপাতালের পরিচালক এসএম হুমায়ুন কবির কবু দৈনিক যশোরকে জানান ,

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers