শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের মোংলায় ৫০ বোতল বিদেশী মদ ও ১২ বোতল বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন,মোংলা। সোমবার (১৭ জানুয়ারি) সকালে মোংলা ফেরিঘাট নদীতে রাখা মালিক বিহীন একটি ট্রলার এবং আশেপাশের জঙ্গল হতে এসব মদ ও বিয়ার জব্দ করা হয়।জব্দকৃত মদ ও বিয়ার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড পশ্চিম জোন,মোংলার কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকানা বিহীন একটি নৌকা এবং আশেপাশের জঙ্গল হতে ১২ ক্যান বিয়ার ও ৫০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।জব্দকৃত মদ ও বিয়ার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অপরাজিতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply