রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
নানা আয়োজনে বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি) সকাল সাতটায় বাগেরহাট শহরের রেলরোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্মমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে বাগেরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু,পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা শাহনেওয়াজ দোলন,জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাশেম শিপন,সাধারন সম্পাদক মো: মনি মল্লিক,পৌর যুব মহিলা লীগের আহ্বায়ক সাদিয়া আফরোজ,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা সরদার ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্করসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে ঘুরে দাঁড়াচ্ছে।স্বাধীনতার ৫০ বছর পরেও স্বাধীনতা বিরোধী শক্তি এখনো দেশকে পেছনে ফেলে রাখতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। দেশেকে স্বাধীন করতে বঙ্গবন্ধুর যে অবদান তা নতুন তরুণ প্রজন্মকে জানাতে হবে। তা না হলে আমাদের এই অর্জন স্থান হবে।এ জন্য সবাইকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।
Leave a Reply