রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি ।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত ওয়ার্ড সভা শনিবার বিকাল ৪টায় ৩নং ওয়ার্ডের খাজুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য শেখ আলী আহম্মদ এর সভাপতিত্বে সভার উদ্ভোধক ছিলেন ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী। উপদেষ্টা ছিলেন, সংরক্ষিত (১,২ ও ৩নং) ওয়ার্ডের মহিলা সদস্যা খুকুমনি বেগম।
সহকারী শিক্ষক রেজাউল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার গাউন, প্যানেল চেয়ারম্যান-০১ ও ইউপি সদস্য মোঃ সেলিম শেখ, ইউপি সদস্য আসপিয়ার হোসেন মোড়ল, কবির মোড়ল, আব্দুস সালাম, শরিফ শেখ, শাহীন ফারাজী ও শেখ শরীফ হোসেন প্রমুখ। সভায় তিন শতাধিক নারী ও পুরুষ তাদের ওয়ার্ডের বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন, যা ইউপি সচিব প্রসুন কুমার দাশ খসড়া আকারে একটি রেজুলেশন করেন। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply