বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি ।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োমিত ম্যানেজিং কমিটি গঠন শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষিকা ফাহানা হোসেন এর সভাপতিত্বে সভায় সকলের সর্বসম্মতিক্রমে খাঁন আসাদুজ্জামান-কে সভাপতি নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, অমল দত্ত মনি সহ-সভাপতি, প্রধান শিক্ষিকা ফাহানা হোসেন সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি (মাধ্যমিক) সুভাশীষ কুমার ঘোষ, শিক্ষক প্রতিনিধি (প্রাথমিক) সুপ্রভাত চক্রবর্তী মধু, সদস্য প্রকৃতি রানী চক্রবর্তী, আলমগীর হোসেন, অঞ্জু রানী কর ও ফাতেমা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত (১.২ ও ৩নং) ওয়ার্ডের মহিলা সদস্যা মর্জিনা বেগম ও ইউপি সদস্য শেখ ফজলুর রহমান।
Leave a Reply