বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার এলাকায় নিজ দোকানে মল্লিক দেলোয়ার হোসেন (৫৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত মল্লিক দেলোয়ার হোসেন সদর উপজেলার রণবিজয়পুর এলাকার ঈশান উদ্দিন মল্লিকের ছেলে। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ হুমায়ুন কবীর (২৫) নামের এক যুবককে আটক করেছে। আটক হুমায়ুন কবীর সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মৃত মহিদুর রহমানে ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, খানজাহান আলী মাজার সংলগ্ন এলাকায় নিজ দোকান ঘরের মধ্যে লোহার রড দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়। রাতেই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে মূল হত্যাকারীকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply