শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে শিশু শ্রম বন্ধে করনীয় নির্ধারনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উদয়ন বাংলাদেশ ও ইনসিডিন বাংলাদেশ নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।বৃহস্পতিবার সকালে উদয়ন বাংলাদেশ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক,যুগ্ন সম্পাদক শেখ আজমল হোসেন।উক্ত সভায় আলোচনায় অংশ নেন বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম,সাবেক সহসভাপতি সভাপতি মোল্লা আব্দুর রব,সাংবাদিক শওকাত আলী আশরাফি(বাবু)আজাদুল হক প্রমুখ।সভায় ইনসিডিন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলাম জানান,জেলার মোড়েলগঞ্জ এবং শরনখোলা উপজেলায় চিংড়ি রেনু আহরন এবং কৃষিকাজসহ নানা ধরনের কাজে শিশুরা শ্রম দেয়।এ কারনে এ দুটি উপজেলাকে কর্ম এলাকা হিসাবে চিন্নিহিত করা হয়েছে।যে সকল শিশুরা জীবন জীবিকার প্রয়োজনে শ্রম দিতে বাধ্য হয় তাদের অর্থিক সমস্যা সমাধানের বিকল্প পথ বের করতে পারলে ঐ শিশুরা স্বাভাবিক ভাবে রেড়ে ওঠার সুযোগ পাবে।এ কজে তিনি গন মাধ্যমকর্মীদের সহযোগীতা কামনা করেন।এ সভায় বাগেরহাটের ২০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
Leave a Reply