রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন
খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম হোসেনর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। আজ বুধবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. সাজ্জাদুর রহমানের কাছে ৪৮ পৃষ্ঠার এ প্রতিবেদন জমা দেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে হস্তান্তর করবে। পরবর্তীতে তাদের সুপারিশক্রমে সিন্ডিকেট সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ৩০ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও ইলেট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের সাথে কয়েক শিক্ষার্থীর বাকবিতণ্ডা ও হুমকি দেয়ার অভিযোগ ওঠে। পরে বাসায় ফিরে বুকে ব্যথা অনুভব করেন তিনি। অবস্থার অবনতি হলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেজানসহ ৯ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে ৫ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে এ ঘটনায় গত ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের হল ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে জমা দিবে এবং তাদের সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।আগামী ৭ জানুয়ারি থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়ার কথা রয়েছে আর আগামী ৯ জানুয়ারি থেকে ক্লাশ শুরু হবে।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা তদন্ত প্রতিবেদন পাওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন। তবে কোন মন্তব্য করতে চাননি তিনি।
Leave a Reply