রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
ফকিরহাটে ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প রামপালে দুর্বৃত্তের অগ্নি সংযোগ; বিএনপির আরও ৪ নেতা গ্রেফতার “বিজয়ের মাসের প্রথম দিনে নতুনধারার সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ ” ৩৪ দিনে ৪৮০ বাহন ও ১১৯ স্থাপনায় অগ্নি সংযোগ-ভাংচুর বাগেরহাটে আওয়ামী লীগের দুই বিদ্রোহীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৩০ প্রার্থী রামপালে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস বিএনপির ১০ নেতা গ্রেফতার  রামপালে সংসদ সদস্য পদে মন্ত্রী হাবিবুন নাহারসহ ২ জনের মনোনয়ন পত্র জমা ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এম ভি আরভিকা মোংলা বন্দরে বাগেরহাটের রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন বাগেরহাটে মনোনয়ন ফরম সংগ্রহ তিন স্বতন্ত্রসহ ১৪ প্রার্থী
খুলনা কুয়েট শিক্ষক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

খুলনা কুয়েট শিক্ষক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

খুলনা প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম হোসেনর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। আজ বুধবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. সাজ্জাদুর রহমানের কাছে ৪৮ পৃষ্ঠার এ প্রতিবেদন জমা দেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে হস্তান্তর করবে। পরবর্তীতে তাদের সুপারিশক্রমে সিন্ডিকেট সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ৩০ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও ইলেট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের সাথে কয়েক শিক্ষার্থীর বাকবিতণ্ডা ও হুমকি দেয়ার অভিযোগ ওঠে। পরে বাসায় ফিরে বুকে ব্যথা অনুভব করেন তিনি। অবস্থার অবনতি হলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেজানসহ ৯ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে ৫ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে এ ঘটনায় গত ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের হল ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে জমা দিবে এবং তাদের সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।আগামী ৭ জানুয়ারি থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়ার কথা রয়েছে আর আগামী ৯ জানুয়ারি থেকে ক্লাশ শুরু হবে।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা তদন্ত প্রতিবেদন পাওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন। তবে কোন মন্তব্য করতে চাননি তিনি।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers