রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আমন ধান ও চাল সংগ্রহ-২০২১-২০২২ শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারী-২০২২ পর্যন্ত ধান ও চাল সংগ্রহ চলমান থাকবে। সংাশ্লষ্ট সূত্র জানায়, মোট ২৩৬টন ধান ও ২৬২টন চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা খাদ্য বিভাগ চত্ত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। উপজেলা খাদ্য বিভাগের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা অচিন কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা নারী রায়, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার ও ফকিরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিপঙ্কর কুমার মন্ডল। এ সময় বিভিন্ন ধান ও চাল বিক্রেতা কৃষকগন উপস্থিত ছিলেন।
Leave a Reply