রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট কেন্দ্রীয় কালী নাটমন্দিরের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন রবিবার সকাল ১১টায় কালী মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি সহকারী অধ্যাপক তাপস কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এর শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রভাষক মনোনতোষ রায় কেষ্ট’র সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শিবু প্রসাদ বসু, বিশিষ্ট শিক্ষানুরাগী দাশ শিশির কুমার, শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ, ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ রায় চৌধুরী, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবু, উপজেলা সার্বজনীন কালী মন্দিরের সাধারন সম্পাদক নির্মল কুমার দাশ, ফকিরহাট বাজার বর্নিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধার সম্পাদক উজ্জল কুমার ঘোষ ও জুলফিকার আলী প্রমূখ।
Leave a Reply