রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৯ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে দূর্গামন্দিরের তালা ভেঙ্গে এবার চোরেরা ১২বস্তা ধান চুরি করে পালিয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দিরে এঘটনা ঘটে। ভুক্তভোগী জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের স্বর্গীয় সুবোধ কুমার দাম এর পুত্র প্রভাষক মধুসুধন দাম বলেন, তিনি শুক্রবার সন্ধ্যায় দূর্গামন্দিরের ভিতর ১২বস্তা ধান রেখে গেটে তালা মেরে ঘুমিয়ে পড়েন। এসময় অজ্ঞাত চোরেরা মন্দিরের তালা ভেঙ্গে ১২বস্তা প্রায় ১৪মন ধান চুরি করে পালিয়ে যায়। তিনি বলেন শক্রতাবসত একটি চক্র উক্ত ধান চুরি করেছে বলে তার অভিযোগ। এরির্পোট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নী।
Leave a Reply