শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এ অন্তভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশকে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি বিশ্বনাথ দে এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ কুমার বিশ্বাস। সহকারী শিক্ষক রিংকু কুমার চক্রবতর্ীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুবীর মিত্র, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি অসিত মুখ্যাজর্ী মন্টু, উপজেলা আ,লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও প্রধান শিক্ষক ছায়া রানী দাশ।
Leave a Reply