বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:০০ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও ইউনিয়ন পরিষদের সেবা বিষয়ক গনশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১লা ডিসেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থা এর আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত গনশুনানিতে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে ও বাঁাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলনের সঞ্চালনায় এ গনশুনানিতে শুরুতে ধারনা পত্র উপস্থাপন করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার। এ সময় অন্যান্য দের মধ্যে বক্তৃতা করেন মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শাহী-আলম বাচ্চু, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, এশিয়া ফাউন্ডেশনের ফিন্যান্স ডিরেক্টর মোঃ কামরুল হাসান ভ্থইয়া, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো: জাকারিয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদিপ কুমার বকস্,ি উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, এল জি এস পি ডিষ্ট্রিক ফ্যাসিলেটেটর পার্থ প্রতিম সেন, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউন কবির প্রমুখ।
গণশুনানিতে বিভিন্ন এলাকার ইউনিয়ন পরিষদেও সেদা গ্রহিতারা সেবা গ্রহনের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন এবং পরে জেলা প্রশাসক সেই সকল সমস্যার বিষয়ে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply