রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগ ১৬ ডিসেম্বর ও জাতীয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কবীর হোসেন এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আ. জলিল, মোল্লা আ. রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সুন্দরবন মহিলা কালেজের অধ্যক্ষ খালিদ আহমেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ। সভায় ১৬ ডিসেম্বর ও জাতীয় দিবস পালনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে বলে নির্বাহী কর্মকর্তা জানান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply