রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে পৃথক স্থান থেকে মাদকসহ ৫জন মাদককারবারীকে আটক করেছেন মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাতে পিলজংগ ও টাউন-নওয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাগলা-শ্যামনগর আবুল হোসেনের ছেলে ও একটি মাদ্রাসার নৈশপ্রহরী শেখ রাজু (২৫) ও মো. নজরুল ইসলামের ছেলে শেখ ইয়াসিন (২২)কে গাজাসহ আটক করেছে। এছাড়া গাজা সহ আটক হয়েছে জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের ইলিয়াছ শেখের ছেলে সাব্বির শেখ (২৫), অপরদিকে, টাউন-নওয়াপাড়া এলাকার মো. মিরাজুল ইসলামের ছেলে মো. তানভীর হোসেন (২০) ও লখপুর গ্রামের হারুন শেখের ছেলে তানজির শেখ (১৯)কে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে গাজা উদ্ধার করেছে পুলিশ। পৃথক অভিযানে গাজাসহ ৫জন মাদককারবারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম। এ ব্যাপারে মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply