মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৮নং শুভদিয়া ইউনিয়নে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সিহাব শেখ (২৫) নামের একযুবক গুরুত্বর আহতের ঘটনায় ৬জনের নাম উল্লেখ করে মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামী কচুয়া গ্রামের মরহুম মকসেদ আলী সেখের পুত্র রমজান সেখ-কে পুলিশ এখনো আটক করতে পারেনী। এঘটনায় ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। মামলার সুত্রে জানা গেছে, গত ১২নভেম্বর শুক্রবার সকালে উপজেলার শুভদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে রমজান সেখ, লোকমান সেখ, আলমগীর সেখ, মিজান সেখ, মেহেদী হাসান ও শামসু সেখ সহ অজ্ঞাত ৩/৪জন মিলে অতর্কিত ভাবে সিহাব শেখসহ বেশ কয়েক জনের উপর হামলা চালায়। মুমুর্য অবস্থায় সিহাব শেখ-কে উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সিহাব শেখ এর আপন চাচা আবুল হাসান শেখ বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ০৮। এঘটনার ৮দিন অতিবাহিত হলেও পুলিশ প্রধান আসামী রমজান সেখ-কে এখনো আটক করতে পারেনী। যে কারণে ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। উল্লেখ্য উক্ত গ্রামের আবুল কালাম শেখ গংদের সাথে পার্শ্ববতর্ী বাড়ির লুকমান সেখ গংদের সাথে জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে লুকমান সেখ গংরা জোর পূর্বক বেড়া দিতে গেলে বিরোধের সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় সিহাব শেখ গুরুত্বর আহত হয়।
Leave a Reply