রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শিক্ষাবিদ নীহার কান্তি ফৌজদার, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১-এ ভূষিত হয়েছেন। এছাড়া গত ১৩ নভেম্বর-২০২১ বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষ নীহার কান্তি ফৌজদার, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় চার নেতা স্মৃতি সম্মাননা-২০২১ পদক পেয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট এর সহ-সভাপতি, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সদস্য সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে তিনি জড়িত রয়েছেন। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। বৈশ্বিক মহামারি করোনা কালীন সময়ে প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের নিরবিচ্ছিন্ন ভাবে অনলাইন পাঠদানের সাথে সম্পৃক্ত করেন, বিভিন্ন অনলাইন স্কুল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন পাঠদান চালু রাখেন।
Leave a Reply