শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট জেলা আওয়ামী মৎস্য জীবি লীগের উদ্যোগে তৃনমূলে নেতাকর্মিদের উজ্জিবিত করতে ও ত্রি-বাষিক সম্মেলন-২০২২ সফল করার লক্ষে বিশেষ বর্ধিত সভা শনিবার সকাল ১১টায় সদর উপজেলার হাকিমপুর মাইনের স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী মৎস্য জীবি লীগের আহবায়ক শেখ আব্দুর সবুর এর সভাপতিত্বে ও সদর উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন, সদস্য সচিব সেলিনা ভানু শেলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ঝষিকেশ কুমার দাশ, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিন, জেলা মৎস্যজীবি লীগের যুগ্ন-আহবায়ক শাহাজাহান আলী খান ও ফকির আফজাল হোসেন প্রমুখ। সভায় ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার উপর বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সংগঠনের ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা সহ বিভিন্ন স্থান হতে আগত শতশত নেতাকর্মি উপস্থিত ছিলেন। জেলা আহবায়ক শেখ আব্দুর সবুর বলেন, জেলা আওয়ামী মৎস্য জীবি লীগের প্রত্যেক নেতাকর্মিকে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।
Leave a Reply