রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মেয়ের বাড়ী বেড়াতে গেলে ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি করে পালিয়েছে অজ্ঞাত দৃস্কৃতিকারী চোরচক্র। বুধবার গভীর রাতে পিলজংগ ইউনিয়নের পিলজংগ সরদার পাড়া এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মরহুম আফসার সরদার এর পুত্র গিয়াস উদ্দিন সরদার বলেন, বুধবার সকালে তার স্ত্রী নিজ কন্যাকে দেখার জন্য ঘরে তালা মেরে খুলনাস্থ্য বাড়ীতে যায়। বাড়ীতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত চোর তার ঘরের তালা ভেঙ্গে নগদ ৬৫০০/- স্বর্ণালোংকার ও মালামাল সহ প্রায় ২০হাজার টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে লোকমুখে খবর পেয়ে তারা বাড়ীতে এসে দেখেন চোরেরা উক্ত মালামাল চুরি করে পালিয়েছে। এঘটনায় তিনি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply